গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলন আগামী ১০ থেকে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তারিখ ঘোষণা করেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে গণসংহতি আন্দোলন। একই সঙ্গে দলীয় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমও শুরু করা হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:
- ৪ জুলাই: জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা
- ৫ জুলাই: তরুণ জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় ও জাতীয় বর্ধিত সভা
- ১৬ জুলাই: শহীদ আবু সাঈদকে স্মরণ করে রংপুরে সমাবেশ
- ২৫ জুলাই: ঢাকায় গণসমাবেশ
- ১ আগস্ট: শহীদ জুলফিকার শাকিলের স্মৃতিতে মিরপুরে সমাবেশ
- ৪ আগস্ট: জুলাই-আগস্টের সব শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
এছাড়াও বন্ধুপ্রতিম গণসংগঠনগুলো পুরো মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “অভ্যুত্থানের পর দেশে একটি বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে—যেখানে হেনস্তা, হামলা ও অপমানের সংস্কৃতি বেড়েই চলেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।”
তিনি সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে (জুতার মালা পরানো) দুঃখজনক ও ন্যায়বিচারের পরিপন্থী বলে আখ্যা দেন। তাঁর মতে, ‘১৪, ‘১৮ ও ‘২৪ সালের প্রহসনের নির্বাচনের সঙ্গে যুক্ত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, তবে তা হতে হবে সুশৃঙ্খল ও আইনি প্রক্রিয়ায়, কোনো মব ন্যায়বিচারের মাধ্যমে নয়।
এছাড়াও জোনায়েদ সাকি জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, “যদি সুষ্ঠু তদন্ত না হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা আরও বেড়ে যাবে।”
তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান যেন তারা আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক কুমার রায়, কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, জাতীয় পরিষদের সদস্য পপি রানী সরকার, তৌহিদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।